খালেদা জিয়ার সঙ্গে নুর-রাশেদের সাক্ষাৎ

আপডেট: August 17, 2024 |
inbound8169704057134966874
print news

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এসময় তরুণদের ভূয়সী প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎ শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায়ও প্রশংসা করেছেন বেগম জিয়া। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

নুরুল হক নুর বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত হয়নি। ভারতের সঙ্গে আলাপ করে তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা দরকার।

Share Now

এই বিভাগের আরও খবর