ওটিটি, আর্টিস্ট, এজেন্সি সিন্ডিকেট সংস্কার দরকার : শ্রাবন্তী

আপডেট: August 17, 2024 |
boishakhinewsj 24
print news

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী দীর্ঘদিন নাটক, সিনেমায় কাজ করছেন না। তবে সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। আজ ১৭ আগস্ট সংস্কার চেয়ে তিনি একটি পোস্ট করেছেন। লিখেছেন ‘ওটিটি, আর্টিস্ট, এজেন্সি সিন্ডিকেট সংস্কার দরকার। আমার বিশ্বাস সবার জন্য ভালো হবে।’চিত্রনায়ক সাইফ খান তার পোস্টে মন্তব্য করেছেন ‘হবে না, এরা আরো শক্ত হবে এবার।’ উত্তরে শ্রাবন্তী লিখেছেন ‘হবে না বলে কিছু নেই এই পৃথিবীতে। সব সম্ভব কিন্তু শুরুটা করতে হবে।’শ্রাবন্তীর এই পোস্টে আরো মন্তব্য করেন নির্মাতা খিজির হায়াত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজ পথে সোচ্চার ছিলেন এই নির্মাতা। তিনি মন্তব্য করেন, ‘কিছছু হবে না, এরা এগুলা চায় না। যেই লাউ সেই কদুই থাকবে।’ইপ্সিতা শবনম শ্রাবন্তী ১৪ বছর রূপালী পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় এসেছিলেন তিনি। করেছেন নাটকও। ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তবে এই অভিনেত্রী ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমকে বিয়ে করে আমেরিকা প্রবাসী হওয়ার পর থেকেই মিডিয়া জগৎ থেকে পুরোপুরি বিদায় নেন। তাদের সংসারে রাবিয়াহ ও আরিশা নামে দুই মেয়ে রয়েছে। বছর তিনেক আগে আলমের সঙ্গে ডিভোর্স হয়ে যায় শ্রাবন্তীর। এরপর আলম দেশে ফিরে এলেও নিজের দুই কন্যা সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শ্রাবন্তী।

Share Now

এই বিভাগের আরও খবর