বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে কীটনাশক কারখানায় জরিমানা

আপডেট: September 1, 2024 |
inbound3844588735925526718
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় একটি কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারণার অভিযোগে কারখানার মালিক মিথুনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

০১ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাসানের চাতাল এলাকায় অবস্হিত ওই কীটনাশক কারখানায় অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান।

সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান জানান,রোববার দুপুরে আমরা ওই কারখানা অভিযান পরিচালনার সময় দেখতে পাই দুইজন বাচ্চা খোলা অবস্থায় কীটনাশক প্যাকেটিং করছে।

এছাড়াও অনেক খালি প্যাকেট দেখা যায়। ওই প্যাকেট গুলির গায়ে আগে থেকেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে।

খালি প্যাকেটের গায়ে আগে থেকেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বসানো এক ধরনের প্রতারণা।

এই প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ওই কীটনাশক কারখানার মালিক মিথুনের ৫০ (পঞ্চম) হাজার টাকা জরিমানা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর