ইতালি যাওয়ার পথে ট্রলারডুবিতে মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু

আপডেট: September 5, 2024 |
inbound6751602969074667262
print news

অবৈধভাবে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলারডুবিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ট্রলারডুবিতে নিহতরা হলেন – মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরের পূর্ব পুবালি গ্রামের একই পরিবারের দুই যুবক মিলন ও আল-আমিন এবং একই গ্রামের খলিল খানের ছেলে শান্ত খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল ও ইউপি চেয়ারম্যান ফরহাদ মোল্লা ভুল বুঝিয়ে ১৫ লাখ টাকার বিনিময়ে অবৈধপথে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেয়ার কথা বলেন। পরিবারের অভাব দূর করে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের মাধ্যমে দেশত্যাগ করেন মাদারীপুরের ওই তিন যুবক।

সাত মাস আগে ইতালির উদ্দেশে রওনা হলেও বিগত তিন মাস ধরে খোঁজ মিলছে না তাদের। লিবিয়াতে পুলিশের হাতে আটক হয়ে স্থানীয় ইস্রাফিল নামে এক যুবক এসে জানিয়েছে, তারা গত তিন মাস আগে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবে মারা গেছে। এদিকে এ সংবাদ শুনে দুই পরিবারে চলছে শোকের মাতম।

মিলন ও আল-আমিনের মা জানান, ‘পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে, জমি-জমা বিক্রি করে, ধার-দেনা করে লিবিয়া গিয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না, আমরা আমাদের মিলন ও আল-আমিনকে ফেরত চাই।’

Share Now

এই বিভাগের আরও খবর