টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারির মৃত্যু

আপডেট: September 6, 2024 |
inbound4929522776361440623
print news

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করে এক যুবক। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেব (৩৫) নামের ওই যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, আঃ ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানায়, রাতে একটি বিষয়কে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের মাদকসেবী তালেব মিয়ার কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে তালেবর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথাড়ি কোপ দেয়। এসময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে তালেব।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন বলেন, ‘নিহত চাচা-ভাতিজার মরদেহ হাসপাতালে এবং ঘাতক তালেবের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Share Now

এই বিভাগের আরও খবর