কিশোর মোতালিব হত্যা: সাত দিনের রিমান্ডে শাজাহান খান

আপডেট: September 6, 2024 |
inbound6534391263421232717
print news

রাজধানীর ঝিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ রিমান্ড আদেশ দেন। এর আগে শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঝিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন।

প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এজাহারে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার শাহজাহান খানকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ওসি।

প্রসঙ্গত, শাহজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর