গলাচিপায় মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার আনোয়ার জাহিদ

আপডেট: September 12, 2024 |
inbound4724915447401928817
print news

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বুধবার দুপুরে গলাচিপা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন।

এদিন গলাচিপা থানার আয়োজনে মতবিনিময় ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্ররা বিভিন্ন বিষয়ে পরামর্শ, মতামত ও অভিযোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবনিযুক্ত পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও সহকারি পুলিশ সুপার, গলাচিপা সার্কেল মো: মোরশেদ তোহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির,  ইসলামি আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন,  গণ অধিকার পরিষদ, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও সাধারণ ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ সহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার আনোয়ার জাহিদ পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে জেলার সকল বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি পালন করবে।

এছাড়া চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, ইভটিজিং, বাল্যবিয়ে, সামাজিক অনাচার, অপরাধ রোধে পুলিশ কাজ করবে। এসময় তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর