হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

আপডেট: September 13, 2024 |
inbound7262292882656702561
print news

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান রিপাবলিকান এই প্রার্থী।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।

প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাঁর বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

গত মঙ্গলবার তাঁর সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হয়। আর এ বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায়, অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবারও বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা।

ট্রাম্পও বলেছিলেন, প্রস্তুত তিনি। তবে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করে বসেন, উগ্র-বামপন্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে বিরুদ্ধে তিনিই জিতেছেন। যদিও সিএনএনের জরিপ বলছে, বিতর্কে কমলার পয়েন্ট ৬৩ আর ট্রাম্পের ৩৭।

এর দু’দিন পর কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে অংশ নিবেন না বলে জানান ট্রাম্প।

Share Now

এই বিভাগের আরও খবর