ময়মনসিংহে ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট: September 14, 2024 |
inbound1573715576530309622
print news

ময়মনসিংহে ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২), ও তার স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল সেনাবাহিনীতে সদস্য হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, শুক্রবার বিকালে স্ত্রী দিলরুবা জেবিনকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নাজমুল পারভেজ।

মোটরসাইকেল নিয়ে তারা ত্রিশালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর