শওকত আলী দিদারের স্মরণে ক্যারাম ফেডারেশনে দোয়া
বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সিনিয়র খেলোয়াড় ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিলাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ক্যারাম পরিবার।
রবিবার সন্ধ্যায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্টেডিয়ামের ক্যারাম ফেডারেশনের দ্বিতীয় তলার হল রুমে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ক্যারাম ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তারা শওকত আলী দিলাদের আত্নার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
এর আগে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সিনিয়র খেলোয়াড় শওকত আলী দিদার নিহত হন। এ সময় সাংবাদিকসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।