পুলিশের ১৮৭ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত

আপডেট: September 17, 2024 |
inbound8460902034979510787
print news

দেড় মাস পার হলেও কর্মস্থলে এখনও ১৮৭ পুলিশ সদস্য অনুপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের সদর দফতর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১ আগস্ট এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এর মধ্যে ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি সাত জন, পুলিশ সুপার দুজন, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচজন, পুলিশ পরিদর্শক পাঁচজন, উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট ১৪ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ৯ জন, নায়েক সাত জন এবং কনস্টেবল ১৩৬ জন রয়েছেন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গড়হাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত তিন জন। এছাড়া অন্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর