কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

আপডেট: September 18, 2024 |
inbound4335600152755619580
print news

দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

বুধবার (১৮ সেপ্টম্বর) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এর আগে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে এনেছে ভারত সরকার। দুই দিন বন্ধ থাকার পর নতুন শুল্কে পেঁয়াজ আসায় দামে এই প্রভাব পড়তে শুরু করেছে।

এদিকে, হিলি কাস্টমসের তথ্য মতে, বুধবার (১৮ সেপ্টম্বর) দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ৩টি ট্রাকে ৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

স্থানীয় খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানির কারনে কমেছে দাম। কেজি প্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আসছে স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে বলছে ভোক্তারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিকুল আলম বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দামের কোনো ঠিক নেই। প্রতি দিন কোনো পণ্যের দাম কমে আবার কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। বাজার নিয়ন্ত্রণ থাকে না। আমরা চাই, নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তবে আগে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর মাঝে মাঝে বাজার মনিটরিং করতো। কিন্তু এখন সেটাও করে না। ফলে বাজার নিয়ন্ত্রণ থাকছে না।

তিনি আরও বলেন, কিছু কিছু ব্যবসায়ী নিজের খেয়াল খুশি মতো বাজারে নিত্যপণ্যের দাম রাখছে। ফলে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। যদি প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকতো তাহলে সাধারণ ভোক্তাদের জন্য অনেক সুবিধা হতো।

অন্যদিকে, হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা বর্তমানে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১০৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। তকে ক্রেতা সংখ্যা অনেক কম। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারন গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। সেই সঙ্গে প্রতি টন পেঁয়াজ আমদানিতে ৫৫০ মার্কিন ডলার থেকে ৪০৫ মার্কিন ডলার করেছে। এতে করে দেশের পেঁয়াজ আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে এবং দামও কমে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর