বগুড়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষক মশিউর নিহত

আপডেট: September 23, 2024 |
inbound4547193076696181165
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ট্রাক চাপায় মশিউর রহমান (৫৮) নামে একজন স্কুল শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন।

২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া সদর উপজেলার শহরতলী মাটিডালী বিমান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওছমান সরদারের ছেলে।

বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন জামান, মশিউর রহমান বগুড়া জেলা শহরের বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

তিনি বিকেল সোয়া ৫টার দিকে মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যান।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই)আব্দুর রহিম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কজেল(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর