ছাত্রদলের ৪ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আপডেট: September 24, 2024 |
inbound5537307039689319547
print news

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত ও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেসকাত হোসেন তনয় এবং সহ-সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

অপর একটি বিজ্ঞপ্তি বলা হয়, ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর