খোকসায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

আপডেট: September 24, 2024 |
inbound8136572523932986036
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ও সরকারী শিক্ষক পদায়ন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলীপি পেশ করেছে শিক্ষক কর্মচারীরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষকদের ৪ দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন, সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ওবায়দুল্লাহ, এইচডি আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেন, শিক্ষক মহাদেব বিশ্বাস, শিক্ষক আব্দুল কুদ্দুস, শিক্ষক সাইফুর রহমান, শিক্ষক সাবিনা খাতুন প্রমুখ।

পরে শিক্ষকদের দাবি সম্বলিত একটি স্মারকলীপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করা হয়

Share Now

এই বিভাগের আরও খবর