দেশের বাজারে আবারও রেকর্ড করলো স্বর্ণের দাম

আপডেট: September 24, 2024 |
inbound3236284811973477767
print news

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে গত ২১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর