জয়পুরহাটে দূর্গাদহ্ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: September 25, 2024 |
inbound2072552719584954077
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার অধিনে সদর উপজেলা দূর্গাদহ্ বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে সেবা মাস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে দূর্গাদহ্ বাজার এজেন্ট আউটলেট ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এজেন্ট আউটলেট স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক  জয়পুরহাট শাখার ব্যবস্থাপক এভিপি হাবিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে  বক্তব্য দেন শাখা অফিসার আতাউর রহমান, মামুনুর রশীদ, ভাদসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, ইউনিয়ন জামায়াতের আমীর লুৎফর রহমান, বাজার মসজিদের খতিব নুরুন্নবী, মাওঃ নুরুল আমিন, গ্রাহক তোজাম্মেল হোসেন, মাওঃ আবু বক্কর, মাসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা  নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংকের সার্ভিস গ্রহণ সুফল ও আস্থা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং আগামী দিনের সম্ভাবনা কাজে লাগানোর আহবান জানান। প্রায় শতাধিক পুরুষ ও মহিলা গ্রাহক উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর