আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: September 25, 2024 |
inbound3120663660590091047
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে বগুড়া জেলা পুলিশের অয়োজনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর( বুধবার) বিকাল ৩ টার দিকে জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

inbound6740616705799019125

পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা তিনি তার বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজার উদযাপনে শহরসহ প্রতিটি এলাকায় টহল জোরদার করা, পূজা চলাকালীন মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় সকল পরিকল্পনা তুলে ধরেন।

পূজামণ্ডপের সার্বিক নিরাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত শুনে, তাদেরকে সহযোগিতা করারও পূর্ণ আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্হিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, বগুড়া জেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Share Now

এই বিভাগের আরও খবর