বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

আপডেট: September 26, 2024 |
inbound3322571759285864421
print news

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মণ্ডলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে চালক বিধান চন্দ্র বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় বিদ্যুতের সংযোগ তারে তিনি স্পৃষ্ট হন।

তার চিৎকার শুনে স্ত্রী কমলা রানী স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী অটো চার্জ দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর