রাষ্ট্রপতির সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট: October 4, 2024 |
inbound3886683221394109411
print news

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) বঙ্গভবনে এ সাক্ষাৎ হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তারা পারস্পরিক অগ্রাধিকার নি‌য়ে আলোচনা করেছেন।

এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করার বিষ‌য়ে আলোচনা করেন। একই সাথে ২০২৫ সালে আসিয়ানের চেয়ার হতে যাওয়া মালয়েশিয়াকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি।

এর আগে শুক্রবার দুপুর ২টায় ইসলামাবাদ হ‌য়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। বন্ধু আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

Share Now

এই বিভাগের আরও খবর