জয়পুরহাটে বন্ধন সিটি টাওয়ারের উদ্বোধন


জয়পুরহাট প্রতিনিধিঃ আকর্ষনীয় মূল্যে এককালীন জমিসহ অত্যাধুনিক মানের আবাসন প্রজেক্ট নিয়ে জয়পুরহাটে উদ্বোধন হল বন্ধন সিটি টাওয়ার।
বুধবার জয়পুরহাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পাটারপাড়া এলাকায় দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন বন্ধন সিটি টাওয়ারের চেয়ারম্যান আবু সুফিয়ান।
এসময় উপস্থিত ছিলেন ইয়াসিন সিটি হাউজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ ফরহাদ হোসেন, আইন উপদেষ্টা শিহাব উদ্দিন প্রধান, ইয়াসিন সিটির ম্যানেজার শামিম পারভেজ, হাউজিং এর বগুড়া শাখার জিম সোহেল রানা প্রমুখ।
বিল্ডিংটি শহরের কোলাহল মুক্ত শান্ত সুনিবির পরিবেশে অবস্থিত। প্রতিটি ফ্লাটে ৩ টি বেড রুম, ৩ টি বাথরুম, ২ টি বেলকনি একটি ডাইনিং কাম ড্রইং, একটি কিচেনসহ আধুনিক নানা সুযোগ সুবিধা।