বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০১

আপডেট: October 21, 2024 |
inbound3482181487024950518
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ(ডিবি) এর মাদক বিরোধী অভিযানে ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাক(৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

১৯ অক্টোবর (শনিবার) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মন্ডলধরা গ্রামস্হ মন্ডলধরা টু জয়বাংলা গামী রাস্তার দক্ষিণ পার্শ্বে জৈনক নাজিন উদ্দিন এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এক কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বগুড়ার গাবতলী উপজেলার মধ্যকাতুলী দক্ষিণ পাড়ার মৃত-মজের আলী প্রামাণিকের ছেলে।

বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ (ওসি)আছলাম আলী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজ্জাকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক আজ রোব্বার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর