জয়পুরহাটে সাবেক মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন   

আপডেট: October 23, 2024 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ছোটাহার ধারকি আলিম মাদ্রাসার ইচ্ছায় ইস্তেফা দেওয়া  অধ্যক্ষ আনোয়ার হোসেনের কাছ থেকে সাবেক  অধ্যক্ষ আফতাব হোসেনকে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আফতাব হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই মাদ্রাসার শিক্ষক কে এম মইনুল ইসলাম।

তিনি বলেন  বর্তমান অধ্যক্ষ আফতাব হোসেনকে পূর্বের সরকারের কমিটি অবৈধভাবে চাকরীচূত করার পর,আদালতের নির্দেশে প্রতিষ্ঠানে যোগদানের করতে গেলে স্বেচ্ছায় ইস্তেফা দেওয়া সাবেক অধ্যক্ষ আনোয়ার হোসেন বর্তমান অধ্যক্ষ আফতাব হোসেন কে তার কর্মস্থলে যোগদান করতে দিচ্ছেন না। তার যোগদানের বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,আফতাব হোসেন, কেএম মইনুল ইসলাম,কাজী আবু নোমান,মোঃ এমরান হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর