সিলেটে বিকাশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট: October 24, 2024 |
inbound1142720647058971571
print news

মোঃ আনোয়ার আলী, সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে শংকু মোহন ধর (২৮) নামের এক বিকাশ কর্মীর মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তিন লাখ এক হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আহত শংকু মোহন ধর বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকার প্রসেনজিত ধরের ছেলে ও বিকাশ বিশ্বনাথ জোনে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার।

গত (২১ অক্টোবর) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ পৌর এলাকার রামধানাস্থ কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এঘটনায় আজ বুধবার আলীম মোবাইল গ্যালারী কদমতলা তাজপুর ওসমানীনগরের বিকাশ অথরাইজড ডিস্ট্রিবিউশন

Share Now

এই বিভাগের আরও খবর