স্বৈরাচারের দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত : ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

আপডেট: October 27, 2024 |
inbound5524562743359294446
print news

রেজাউল ইসলাম, হাতীবান্ধা সংবাদদাতা : দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার দোসর হওয়ায় জাতীয় পার্টির বিচার হওয়া উচিত বলে মন্তব্য  করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতীবান্ধা যুবদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন ফ্যাসিস্ট সরকারের বিদায়ের দীর্ঘ ১৭ বছর পরে মুক্ত আবহাওয়ায় আমরা এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি।

১৭বছরে যুবদলের অনেক ত্যাগ ও অগ্রনী ভুমিকা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরিতে বদ্ধপরিকর সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে।

আজ দুপুরে হাতীবান্ধা উপজেলা বিএনপি অফিসে এ সভার আয়োজন করেন উপজেলা যুবদল।

উপজেলা যুবদলের আহব্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিম’র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল আলম বাবুল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতোয়ার রহমান কিরণ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর