হাতীবান্ধায় গর্ভকালীন সচেতনতায় বউ-শাশুড়ির মেলা


রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ
বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “বউ-শাশুড়ির” মেলা।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলার গোতামারী ডি.এন.এস.সি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ওই বউ-শাশুড়ির মেলা।
আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়। সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।
জননী প্রকল্প গর্ভবতী মা এবং নবজাতকদের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
গর্ভবতী মা এবং নবজাতক ছাড়াও প্রকল্পটি আশেপাশের কিশোর-কিশোরী, বিবাহিত নারীদের স্বামী, শাশুড়ি, বিবাহিত নারীদের শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের জন্য সচেতনতার পরিবেশ তৈরি করতেও কাজ করছে বলে জানান আয়োজকরা।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মনা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মাইন উদ্দিন ভূঞা সহ আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।