আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট
আপডেট: October 28, 2024
|


রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এ রিট দায়ের করেন। রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।এদিকে, এর আগে আগস্ট মাসে আওয়ামী লীগের নিষিদ্ধে একটি রিট করা হলেও সেটি খারিজ হয়ে যায়।
উল্লেখ্য, গেল ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তবর্তীকালীন সরকার।