পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদুল হাসান

আপডেট: November 1, 2024 |
inbound5915478555787240122
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার নবাগত  নির্বাহী অফিসার  (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপরে ভারপ্রাপ্ত জয়পুরহাট  জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের  কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।

পরে বিকেলে পাঁচবিবি  উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

মাহমুদুল হাসান  ৩৬ তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চাকুরীতে যোগদান করেন। তার নিজ জেলা গাইবান্ধা।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন। পাঁচবিবিতে  যোগদানের আগে  সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত  ছিলেন।

তিনি প্রথম  শেরপুর  জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঘোড়াঘাট উপজেলায় দায়িত্ব পালন করেন।

পাঁচবিবি  নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান  বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর।

পাঁচবিবি  উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাঁচবিবি  উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর