লক্ষ্মীপুরে ঘরে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি

আপডেট: November 1, 2024 |
inbound1592923217985583763
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাম্বাসার বাড়ীর শাহ আহমদ এর ঘরে বুধবার দিবাগত রাতে সিঁদ কেটে নগদ অর্থসহ স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, রাত প্রায় ২ টার দিকে দুর্ধর্ষ সংঘবদ্ধ চুরি সংঘটিত হয়।চোরেরা শাহ আহম্মদকে বেঁধে রাখে ও তার স্ত্রী জোহরা খাতুনকে উত্তম মধ্যম দিয়ে ঘরে থাকা দেড় লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণলঙ্কার ও জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

শাহ আহম্মদের স্ত্রী জোহরা খাতুন(৫৫) বলেন আমার ঘরে সিঁদ কাটে আলী আহম্মদ(৫৮), মিজান(৩৮), শাহ আলম(৫৫), শাহ আহম্মদ(৪৮), শাকিল(২৩) সহ অজ্ঞতনামা আরো ৫-৬ জন এসে প্রথমে আমার স্বামী শাহ আহম্মদকে হাত পা বেঁধে এলোপাতারি কিল ঘুসি দিয়ে আহত করে পরবর্তীতে আমার বাড়ির আলমারি, খাট, ওয়ারড্রব, ড্রেসিন টেবিল এলোমেলো করলে আমি চিৎকার করলে আমার ছোট মেয়ে শাহিনুর আক্তার(২৫), বড় ছেলের বউ রুবি আক্তার(২৫) ঘরে আসতে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

শাহ আহম্মদ(৬৪) বলেন আমি খুব ভয় পেয়ে গেছি, আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে মারধর করে।

আমার ঘরে আমার বোনের স্বামী আলী আহম্মদ তার ছেলেসহ অজ্ঞাত পরিচয় আরো ৫-৬ জনকে নিয়ে আমার বাড়িতে দা, ছুরি ও দড়ি নিয়ে ডাকাতি করে এবং আমার বাড়িতে থাকা স্বর্ণ টাকা সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়।

আলী আহাম্মদ আমার মালিকানা জায়গা সম্পত্তি জোরপূর্ব দখল করার অনেক পায়তারা করে। এর আগেও সে আমার বাড়িতে লোকজন এনে জায়গায় সম্পত্তি জন্য খুন করার হুমকি-ধমকি দেয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন- ‘ডাকাতির ঘটনা নিয়ে জোহরা খাতুন নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেন, আমরা বিষটি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর