ডিবি পুলিশের অভিযানে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

আপডেট: November 2, 2024 |
inbound3958937353767946626 1
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গোয়েন্দ পুলিশ(ডিবি)’র অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

৩১ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে বগুড়া শহর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ পৌসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু সাঈদ,শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন এবং বগুড়া জেলা শহরের ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলম শেখ।

আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান। তিনি জানান গ্রেফতারক ওই তিন জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বগুড়া ডিবির ওসি মুস্তাফিজ হাসান আরও জানান,বৃহস্পতিবার দিবগত রাতে বগুড় জেলা শহরে অভিযান পরিচালনা করে ৪নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আমল শেখকে গ্রেফতার করা হয়।

ডিবির অপর একটি টিম শিবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু সাঈদ ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আবু সাঈদ, ফারুক হোসন ও আমল শেখকে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর