ক্ষেতলালে জামায়াতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ


জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের ক্ষেতলাল পৌর ও বড়তারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে থানা আমীর অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডঃ মামুনুর রশীদ, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।
অন্যান্যদের, মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট শহর আমীর মাও: আনোয়ার হোসেন, সদর আমীর মাও: ইমরান হোসেন, আক্কেললপুর থানা আমীর শফিউল আলম দীপু, কালাই থানা আমীর আব্দুর রউফ, জামায়াত নেতা এরশাদুল আলম, ক্ষেতলাল পৌর জামায়াতের সভাপতি খোরশেদ আলম, থানা জামাতের সহকারী সেক্রেটারি শামীম হোসেন মন্ডল, শিবিরের থানা সভাপতি মোহাম্মদ আলী, জামাত নেতা এরশাদুল আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, তথাকথিত ট্রাইবুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ সকল জামায়াত নেতাদের হত্যাকারী শেখ হাসিনা সহ সকল খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান ।