জয়পুরহাটে ভুয়া এনএসআই আটক

আপডেট: November 2, 2024 |
inbound7978558329732748062
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এনএসআই সদস্য পরিচয়দানকারী মোহাম্মদ রুবেল হোসেন নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ । শনিবার দুপুরে সদর উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ রুবেল হোসেন সদর উপজেলার ভাদসা ইউপির দক্ষিণ দিওর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে বলে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ  শাহেদ আল মামুন।

ওসি জানান, বিভিন্ন এনজিও থেকে চাঁদাবাজি করার সময় জনতার হাতে এনএসআই সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে ধরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক  করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারনায মামলা দায়ের করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর