জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এর সাথে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিন্টু, রাশেদুজ্জামান ও সোহেল আহমেদ লিও প্রমুখ।
সভায় ফোর লেন রাস্তা ও শহর যানজট মুক্ত করতে কাজ করা এবং পৌর শহরে আয়তন অনুযায়ী আটো-ইজিবাইক, রিক্সা, ভ্যান নির্ধারন করার বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী জানান।
জেলা প্রশাসক বলেন, আমি এ জেলার একজন নাগরিক হিসেবে জেলার উন্নয়নে কাজ করতে চাই। ব্যক্তি স্বার্থে নয় জনস্বার্থে জেলার উন্নয়নে কাজ করব।
অনিয়ম দূর্নীতি, চাঁদাবাজের কোন সুযোগ দেয়া হবেনা। জয়পুরহাট কে রাজশাহী বিভাগের রোল মডেল শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়তে চাই আর এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা দরকার।
এর পুর্বে তিনি জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, জেলার বিশিষ্ট সুধীজন, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন।
রবিবার সিভিল একাউন্টস কোডের ৪৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরী।
আফরোজা আক্তার চৌধুরী ২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৫ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।
আফরোজা আক্তার ২০১২ সালের জুন মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি উপপরিচালক হিসেবে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। ২০২২ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি তিনি সর্বশেষ পরিকল্পনা বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তার সততার জন্য কর্ম জীবনে প্রশাসনের এই কর্মকর্তাকে বেশ কয়েকবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিভিন্ন দপ্তরে ন্যস্ত করা হয়েছিল।
আফরোজা আক্তার চৌধুরী জয়পুরহাটের ৩১তম ডিসি হিসেবে যোগদান করেন।