বগুড়ায় র‍্যাবের অভিযানে বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ০৩

আপডেট: November 5, 2024 |
inbound284698182739019717
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাব-১২ এর মাদক বিরোধী অভিযানে বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ
আলমগীর (৩৬) বাশারুল ইসলাম (৪০) ও শ্রী সুমন কুমার সাহা (৩৭) নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

০৪ নভেম্বর (সোমবার) বেলা দেড়টার দিকে র‍্যান-১২ বগুড়া অফিস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে, রংপুর হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে।

inbound1271131287780899166

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা গ্রামস্হ রংপুর- ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন জনকে গ্রেফতার করে হয়।

গ্রেফারক্তরা হলেন-দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন দাউদপুর গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন(৩৬),রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ গ্রামের মৃত-লতিফ মিয়ার ছেলে মোঃ বাশারুল ইসলাম(৪০) এবং বগুড়া জেলার ধনুট থানাধীন মথুরাপুর গ্রামের শ্রী গজেন সাহ এর ছেলে শ্রী সুমন কুমার সাহ(৩৭)।

এসময় প্লাস্টিকের ফাইল কভারে রক্ষিত১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন দু’টি মোবাইল ফোন, তিনটি সীম, দু’টি অফসিয়াল ব্যাগ,চারটি প্লাস্টিকের রেকর্ড ফাইল ও একটি কাভার্ড ভ্যান এবং নগদ ২৭০০ টাকা উদ্ধারসহ জব্দ করা হয়।

inbound2179187227654034123

র‍্যাব-১২, বগুড়া কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর