বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফারজানা শারমিন : বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের (বিটিএসএফ) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা এবংমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ই নভেম্বর ২০২৪) রাজধানীর সেগুনবাগিচার ধানসিড়ি রেষ্টুরেন্টে এ্ই আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, সভাপতি কায়সার হাসান , প্রধান বক্তা মনির হোসেন কাজীমতবিনিময় সভা উদ্ভোধনকারী এডভোকেট শাহিদা রহমান রিংকু, অনুষ্ঠান পরিচালনা কারী মো: আল আমিন শাওন সহ বিটিএসএফের বিভিন্ন স্তরের নেতানেত্রীবৃন্দ ।
সভায় বক্তারা বলেন , বর্তমান সময়ে সাংবাদকদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এত ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ,সত্য ঘটনা জাতির
সামনে তুলে ধরতে গিয়ে দেশের প্রভাবশালী দূর্ণীতিবাজ মহলের টার্গেট হয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিককে মিথ্যা মামলার কবলে
পড়ে হয়রানি জেল জুলুম সহ্য করতে হচ্ছে।
এমনকি অপশক্তির কালো হাতের থাবায় অনেক সাংবাদিকের জীবন ও চলে গিয়েছে। এক্ষেত্রে সাংবাদিকরা যাতে সত্য ঘটনা জনগনের কাছে তুলে ধরতে
গিয়ে কুচক্রী প্রভাবশালীমহলের টার্গেটে পরে ভবিষ্যতে অন্যায়ভাবে মামলা জেল জুলুমের স্বীকার আর না হয় সে ব্যপারে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক
ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
এসময় আলোচনা এবং মতবিনিময় সভার পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ যাদু দেখানো , গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে রাখেন ।