সাভারে মবিল রিফাইন কারখানার আগুন

আপডেট: November 10, 2024 |
inbound5593174210295616733
print news

সাভারে এশিয়ান ওয়েল নামে একটি মবিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় ভেতরে থাকা আসবাবপত্র ও মেশিন এবং তৈরি মবিল আগুনে পুড়ে গেছে।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিসে জানায়, দুপুর ১২টার দিকে এশিয়ান ওয়েল মবিল কারখানায় আগুন লাগে। পরে ১২টা ৫মিনিটে সাভার ফায়ার সার্ভিসকে কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়টি জানায়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ১২টা ৫মিনিটে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আমাদের ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল যায়।

প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাতের বিষয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর