৬ দফা দাবি আদায়ে বগুড়ায় সিভিল সার্জন কার্যালয় ঘেড়াও করলো শিক্ষার্থীরা


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয়,ঘেড়াও ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
১১ নভেম্বর (সোমবার) সকাল ৯ টার দিকে বগুড়া সিভিল সার্জন কার্যালয় ঘেড়াও কর্মসূচি শুরু করে বৈয়ম্য বিরোধী শিক্ষার্থীরা।এতে কয়েকশো শিক্ষার অংশগ্রহণ করেন।
কর্মসূচি পালন কালে রেডিওলোজীর ২য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বেবী জানান,গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনলোজিস্টরা নানা ভাবে বৈয়ম্যের শিকার হচ্ছে।
এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া।একইসঙ্গে তাদের,শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।
ফিজিওথেরাপি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ মোশাররফ হোসেন জানান,আমাদরে সমস্য সমাধানে দ্রুত নিজিস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনলোজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগের নিতিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসাবে রুপান্তর করতে হবে।
এসময় সরকারের প্রতি বি-ফার্মসহ সব অনুষের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহবার জানান অন্য বক্তারা।
বগুড়া সিভিল সার্জন ডা.শফিউল আজম বৈশম্যবিরোধী আন্দোলন রত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,৬দফা দাবি যৌপ।তবে জেলা ভিত্তিক ভাবে আমাদের কিছু করার নাই।
আমরা ওপর মহলে বিষয়টি জানিয়েছি তারা এব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।