কুমারখালীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: November 12, 2024 |
inbound8544841415994404976
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: সাফল্যের সঙ্গে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি। বিনোদন, বস্তুনিষ্ট সংবাদ প্রচারে টেলিভিশনটি পৌঁছে গেছে প্রান্তিক পর্যায়ে।

সোমবার সকালে কুমারখালীর তরুণ মোড়ে মোহনা টেলিভিশনের অফিসে দর্শক ফোরামের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের কুমারখালী প্রতিনিধি পার্থ সারথি ঘোষ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক নয়া দিগন্তের সোহাগ মাহমুদ, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাবিব চৌহান, জিটিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল, চ্যানেল এস, কালবেলার প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি পলাশ কুমার ঘোষ, মিরব অব নিউজ এডিটর মিজানুর রহমান মিজান

Share Now

এই বিভাগের আরও খবর