বগুড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান গ্রেফতার

আপডেট: November 12, 2024 |
inbound1098573731174359396
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে র‍্যাব।

১০ নভেম্বর (রোববার) দিবাগত রাতে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই এলাকা থেকে আব্দুল মান্নানকে আটক করে র‍্যাব।

আজ সোমবার( ১১ নভেম্বর) দুপুরে তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মঈনুদ্দিন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান,সোমবার দুপুরে র‍্যাব সদস্য আব্দুল মান্নানকে থানায় সোপর্দ করার পর বগুড়ার একটি নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর