কুষ্টিয়া থেকে সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলা হবে :জেলা প্রশাসক

আপডেট: November 12, 2024 |
inbound1953723457600435714
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোন সিন্ডিকেট রাখা হবে না।

ডাল-পালা নয়; সিন্ডিকেটের একেবারে শেকড় উপড়ে ফেলে জেলাকে যে কোন মূল্যে সিন্ডিকেট মুক্ত করা হবে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: শারমিন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম, এনডিসি মো: মহসীন উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বুয়েট থেকে পাশ করা ২৭ তম বিসিএস‘র কর্মকর্তা মো: তৌফিকুর রহমান এর আগে অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় জেলা প্রশাসক শুন্য ছিল কুষ্টিয়া। গত ৩ নভেম্বর মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো‘র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানাসহ কুষ্টিয়ার স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান আরো বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

এ জেলায় যতদিন কর্মরত আছেন ততদিন কোন দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ারও ঘোষণা দেন কুষ্টিয়ার নবাগত এই জেলা প্রশাসক।

Share Now

এই বিভাগের আরও খবর