পাটিকাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে “বউ শাশুরির” মেলা

আপডেট: November 13, 2024 |
inbound7222948136644837607
print news

রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি: বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার এই  প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকা পাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “বউ-শাশুড়ির” মেলা।

বুধবার (১৩ নভেম্বর) উপজেলার পাটিকাপাড়া  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে “জিরো হোম ডেলিভারি”থিমকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে থেকে এবং KOICA এর আর্থিক সহায়তায় এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে এর কারীগরী সহায়তায় ইউনিয়ন পর্যায়ে আরডিআরএস বাংলাদেশ “বউ শাশুড়ি মেলা” নামে  অনুষ্ঠানটির আয়োজন করেছে।

আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ি ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়।

আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়। সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।

জননী প্রকল্প গর্ভবতী মা এবং নবজাতকদের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

গর্ভবতী মা এবং নবজাতক ছাড়াও প্রকল্পটি আশেপাশের কিশোর-কিশোরী, বিবাহিত নারীদের স্বামী, শাশুড়ি, বিবাহিত নারীদের শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের জন্য সচেতনতার পরিবেশ তৈরি করতেও কাজ করছে বলে জানান আয়োজকরা।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যাদু মিয়া ‘র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম,নুর আলম, অফিসার গভঃ রিলেশন এ্যান্ড কমিউনিটি মবিলাইজেশন জননী প্রকল্প সহ আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।

উল্লেখ্য,জননী প্রকল্প ২০২৩ সালের মার্চ মাস থেকে রংপুর বিভাগে মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক একটি দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। প্রকল্পটির মূল লক্ষ্য রংপুর বিভাগে মাতৃ মৃত্যু কমানো এবং বাল্য বিবাহ রোধকল্পে সামগ্রিক প্রচারণা।

Share Now

এই বিভাগের আরও খবর