বগুড়ায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

আপডেট: November 14, 2024 |
inbound7131744080415947973
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় চার বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। চিরকুটে লেখে রেখে মা আত্মহত্যা করেছে।

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডোপাইল গ্রামের অটোভ্যান চালক আব্দুল মমিনের স্ত্রী মোছাঃ জুলেখা বেগম(২৪) এবং তাদের চার বছরের শিশু সন্তান মোছাঃ মুশফিকা খাতুন।

এসময় মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করেছ পুলিশ। “চিরকুটে লেখা ছিলো- আমি আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা করলাম।

আমাদের এই মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়।”এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

স্হানীয়দের বরাত দিয়ে ওসি শাহিনুজ্জামান জানান, জুলেখার স্বামী আব্দুল মমিন একজন অটোভ্যান চালক।তিনি সকাল ৯টার দিকে খাবার খেয়ে বাসা হতে বের হয়ে যান।

মমিনের বাবা আবু বকর দুপুর ১২ টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন।

নামাজ শেষ করে বাসায় ফেরত এসে পুত্রবধূ জুলেখার কাছে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেন।

ঘরের দরজা বন্ধ এবং কোনো সাড়া শব্দ না পেয়ে,জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় তার পুত্রবধূ জুলেখা তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে এবং চার বছরের নাতনী মুশফিকার মরদেহ বিছানায় পড়ে আছে।

তিনি সাথে সাথে থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে আমরা ঘটনাস্হলে এসে দুইট মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শিশু মুশফিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মরদেহে পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় দাম্পত্য কলহের ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আমরা চিরকুটের লেখাসহ সার্বিক ঘটনা তদন্ত করছি।আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর