ডিআইইউ’তে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: November 17, 2024 |
inbound8262331252437403142
print news

ডিআইইউ প্রতিনিধিঃ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসের এসটিসিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ০৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, বাংলাদেশের থ্যালাসেমিয়া সমিতির মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার শুভ কুমার মাহান্তা, প্রফেসর মো. শাহ আলম চৌধুরী প্রমুখ।

রক্ত দিতে আসা সিএসই বিভাগের ৮৫ ব্যাচের শিক্ষার্থী সুদিব মন্ডল বলেন, আমি আগে কখন রক্ত দেইনি। এখন ক্যাম্পাসে থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত দিলাম।

আমার জন্য যদি একটা জীবন বেঁচে থাকতে পারে এর থেকে আর ভালো কি হতে পারে। আমি এখন থেকে নিয়মিত রক্তদান করবো।

কর্মসূচির বিষয়ে প্রফেসর মো. শাহ আলম চৌধুরী বলেন, থ্যালাসেমিয়া একটা এমন রোগ যা বংশগত হয়ে থাকে। এই রোগের এক মাত্র প্রতিকার হচ্ছে ৩ মাস পর রোগীকে নতুন রক্ত দিতে হয়।

এই কর্মসূচির মাধ্যমে আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী ভালো কাজে যুক্ত থাকুক।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার শুভ কুমার মাহান্তা বলেন, আমরা ঢাকার শহরে বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষ রক্তদাতা ক্যাম্প আয়োজন করে থাকি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রনে প্রথম আমরা ৮ সদস্যের একটা টিম এসেছি। এখন পর্যন্ত আমরা ১১ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর