বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর আহবান ডিসির


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধে শাহীদদের স্মরণে বগুড়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রাদ্ধা জানানোর জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক(ডিসি) হোসনা আফরোজা।
১৮ নভেম্বর (সোমবার) সকালে মহান শহীদ দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভায় ডিসি হোসনা আফরোজা এ আহবান জানান।
সভায় জেলা প্রশাসক(ডিসি) হোসনা আফরোজা বলেন,জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার আলোচনা সভা হবে ন।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।