বগুড়ায় হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

আপডেট: November 19, 2024 |
inbound8085864361574241727
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ(৩৮) নামের এক যুবক আত্মহত্যাকরেছে।

১৯ নভেম্বর (মঙ্গলবার) ভোর ৫ টার দিকে বগুড়া শহরতলীর (ঠেঙ্গামারা)এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এঘটনাটি ঘটে।

নিহত মামুনুর রশিদ বগুড়া সরদের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মঈনুদ্দিন জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন।এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায়,জিডি করা হয়।

মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা,করেছেন।

অনুসন্ধানে জানা যায়, মামুনুর রশিদ সোমবার(১৮ নভেম্বর) বিকালে বগুড়া শহরের মাটিডালী মোড়ে হোটেল মাহাথির একটি কক্ষ ভাড়া নেন।

রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান।রাত ১২ টার দিকে তিনি আবারো ফিরে আসেন। ভোর ৪ টার দিকে তিনি আবারো হোটেল থেকে বের হন।

ওসি মঈনুদ্দিন বলেন,টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা জানান,সোমবার রাত ১০ টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল হাসপাতালের ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন।

উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। মঙ্গলবার ভোরে তিনি আবারো হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ মামনুর রদিদের লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সাথে মামনুর রশিদের দাম্পত্য কলহ চলছিলো। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।

Share Now

এই বিভাগের আরও খবর