জয়পুরহাটে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা

আপডেট: November 20, 2024 |
inbound990255972260632949
print news

জয়পুরহাট প্রতিনিধি: তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তরুণদের অর্থনৈতিক সুযোগ এবং ক্যারিয়ার গড়ার সাথে তাদের কে যুক্ত করার লক্ষ্যে জয়পুরহাটে ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সদর উপজেলার পরিষদের কনফারেন্স রুমে  ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

নারী উদ্যোক্তা তিশা আক্তার জয়া’র পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্যে দেন  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আল ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজেএম আশিকুর রহমান, নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন  নিলুফা আক্তার, রোহানা রিজভী, সাগর প্রমুখ।

প্রকল্পের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক (প্রমিজ) ফাহাদ সিদ্দিকী পান্থ ও (ইডি) শিশির রঞ্জন রায়।

একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন, কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবসার ঝুঁকি নিরসনের উপায় সমূহ কি কি হতে পারে সেই বিষয়ে অবহিত করন করা হয়।

সভায় বক্তারা বলেন, বেসরকারি সংস্থা গুলোর মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে। মানব সম্পদ উন্নয়নে ব্র্যাক যে কাজ করছে তা প্রশংসনীয়।

প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশে কাজ করলে মানুষের গুরুত্ব বেড়ে যায়। সরকার দেশের বেকারত্ব দূরীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।

Share Now

এই বিভাগের আরও খবর