বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট: November 20, 2024 |
inbound5063346372045165752
print news

১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এদিন বেলা ৩টায় বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নেবেন।

চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সর্বশেষ ২০০৯ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

Share Now

এই বিভাগের আরও খবর