যুক্তরাষ্ট্রে বোমা হামলার পরিকল্পনা, হারুন গ্রেপ্তার

আপডেট: November 21, 2024 |
inbound4429561064968656861
print news

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জে বোমা হামলার পরিকল্পনার দায়ে হারুন আবদুল-মালিক ইয়েনার নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে এফবিআই। গ্রেপ্তার ৩০ বছর বয়সী হারুন ফ্লোরিডার বাসিন্দা। স্থানীয় সময় গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়,, গত ফেব্রুয়ারি থেকেই হারুনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। ওই সময় অভিযোগ পাওয়া যায়, তিনি একটি ভবনের গ্যারেজে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম রেখেছেন।

ফ্লোরিডার সাউদার্ন ডিসট্রিটের ইউএস অ্যাটর্নির অফিস থেকে জানানো হয়, হারুন আবদুল-মালিক ইয়েনারের বিরুদ্ধে আন্তঃরাজ্য বাণিজ্যে ব্যবহৃত একটি বিল্ডিংয়ের ক্ষতি বা ধ্বংস করার জন্য একটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করার চেষ্টার অভিযোগ রয়েছে।

এফবিআই বলছে, আমেরিকায় ৯/১১ হামলার কথা উল্লেখ করে হারুন নিজেকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। সেই গ্যারেজে অভিযান চালিয়ে বোমা তৈরির স্কেচ, টাইমারসহ অসংখ্য ঘড়ি, ইলেকট্রনিক সার্কিট বোর্ড ও অন্যান্য ইলেকট্রনিকস জিনিস পাওয়া যায়।

এ নিয়ে আইনি পথে হাঁটবেন হারুন আবদুল-মালিক ইয়েনার। তবে তার আইনজীবী কোনো মন্তব্য করেননি।

মামলার নথি থেকে জানা যায়, তদন্তকারীরা বলেছেন, ইয়েনার গত সপ্তাহে একজন আন্ডারকভার এজেন্টকে বলেছেন যে, তিনি থ্যাঙ্কসগিভিং ছুটির এক সপ্তাহ আগে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। আগামী ২৮ নভেম্বর থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠিত হবে।

ওই সময় ইয়েনার এজেন্টকে বলেন, এই হামলাটা দুর্দান্ত হবে। এ ছাড়া হামলা নিয়ে জানতে তিনি ইন্টারনেটে বোমা সংক্রান্ত বিভিন্ন তথ্য সার্চ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর