ইন্দুরকানীতে শতবর্ষীবৃদ্ধ ওমাদ্রাসা ছাএীর আত্নহত্যা

আপডেট: November 22, 2024 |
inbound4208731570106121791
print news

মোঃমামুন হাওলাদার, ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে শতবর্ষী এক বৃদ্ধ এবং এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামের হিঙ্গুল আলী আকনের ছেলে সৈয়দ আলী আঁকন (১০৪) ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে বৃহস্পতিবার রাতে বিষপানে আত্মহত্যা করে।

এ ঘটনায় তার মেয়ে খাদিজা বেগম ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপরদিকে উত্তর বালিপাড়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে বালিপাড়া চান সিরাজিয়া মহিলা মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১৬) গত ১৫ নভেম্বর চাল সংরক্ষণের জন্য ব্যবহার করা বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি স্বজনরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে লামিয়া মারা যায়। পরে স্বজনরা কৌশলে তার মৃতদেহ নিয়ে এলাকায় চলে আসে।

বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশ জানতে পেরে রাতেই ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহত লামিয়ার মামা সাইফুল ইসলাম জানান, লামিয়াকে তার পরিবার ৪ মাস আগে ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছিল। কিন্তু লামিয়ার অন্যত্র সম্পর্ক থাকায় সে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।

ইন্দুরকানী থানার ওসি তদন্ত মোঃ হিলাল উদ্দিন জানান, এক মাদ্রাসা ছাত্রী ও শতবর্ষী এক বৃদ্ধর আত্মহত্যার খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর