গাজীপুর গণতন্ত্র মঞ্চ সংবাদ সম্মেলন


মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে ২০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ জনসভার প্রস্তুতি সভা ও বৈষম্যের অবসান ঘটিয়া দুর্নীতি বন্ধের প্রতিবাদে গাজীপুর থেকেই জনসভার মধ্য দিয়ে যাত্রা শুরু করার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় গণতন্ত্র মঞ্চ গাজীপুরের নেতৃবৃন্দ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগরের নাগরিক ঐক্য কমিটির সভাপতি ডাক্তার রাশেদুল হাসান রানাকে গণতন্ত্র মঞ্চের গাজীপুরের সমন্বয়ক করা হয়।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।